ঈদের দিন দেখা-সাক্ষাতে যে দোয়া পড়বেন

শাওয়ালের মাসের প্রথম দিন সকাল বেলা ঈদের জামাআতে হাজির হবে মুমিন মুসলমান। সবাই পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ করবে। হাসি মুখে সালাম কুশল বিনিময় করবে। একে অপরের সঙ্গে হাত মেলাবে, বুক মেলাবে।

ঈদের দিন পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাতে রোজা রমজানের ভালো কাজগুলো কবুলের জন্য একে অপরের জন্য বেশি বেশি দোয়া করবে-

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ صَالِحَ الأَعْمَالِ
উচ্চারণ : ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল মাল।
অর্থ : ‘আল্লাহ তায়ালা আমাদের আপনাদের ভাল কাজগুলো কবুল করুন।

রমজান মাসব্যাপী রোজা পালন, তারাবিহ, তাহাজ্জুদসহ নফল নামাজ, কুরআন তেলাওয়াত এবং মানুষের ভালো কাজগুলো কবুলে একে অপরের জন্য দোয়া কল্যাণ কামনা রয়েছে দোয়ায়।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঈদের দিন পরস্পরের সাক্ষাতে দোয়া বেশি বেশি করার তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.