হজ-ওমরাসহ সব সফরের গুরুত্বপূর্ণ আদব ও নিয়ম

হজ ওমরাহ পালনে গমনেচ্ছুকরা মহান আল্লাহর মেহমান। নিজ নিজ দেশ থেকে পবিত্র মক্কা-মদিনায় গমন এবং যাত্রা পথের রয়েছে অনেক আদব নিয়ম। যা হজ-ওমরাহ পালনকারীসহ সব সফরকারীর জন্য মেনে চলা অনেক গুরুত্বপূর্ণ হজ-ওমরাহসহ সব সফরে পালনীয় করণীয়গুলো হলো-

>> সফরের আগে বিদায় গ্রহণ
-
সফরে বের হওয়ার আগে নিজের পরিবার, প্রতিবেশি, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবসহ পরিচিত সবার কাছ থেকে বিনম্র চিত্তে বিদায় নেয়া। একে অপরের জন্য দোয়াটি পাঠ করা-
أَسْتَوْدِعُ اللهَ دِيْنَكُمْ وَ أَمَانَتَكُمْ وَ خَوَاتِيْمَ أَعْمَالِكُمْ
উচ্চারণ : আসতাউদিয়ুল্লাহা দিনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা মালিকুম।
অর্থ : আমি আপনার দ্বীন, আপনার আমানতসমূহ আপনার শেষ আমলসমূহকে আল্লাহর জিম্মায় ন্যস্ত করলাম।’ (আবু দাউদ, মিশকাত)

বিদায়দানকারী আত্মীয়-স্বজনগণ বিদায় দিতে বলবেন-
زَوَّدَكَ اللهُ التَّقْوَى وَ غَفَرَ ذَنبك وَ يَسَّرَلَكَ الْخَيْرَ حَيْثُ مَا كُنْتَ
উচ্চারণ : ‘যাওয়্যাদাকাল্লাহুত তাক্বওয়া ওয়া গাফারা জাম্বাকা ওয়া ইয়াস্সারা লাকাল খায়রা হাইছু মা কুংতা।
অর্থ : আল্লাহ আপনাকে তাক্বওয়ার পুঁজি দান করুন! আপনারগোনাহ মাফ করুন এবং আপনি যেখানেই থাকুন আপনার জন্য কল্যাণকে সহজ করে দিন।’ (তিরমিজি, মিশকাত)

>> বাড়ি থেকে বের হওয়ার সময় বলা
بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلِى اللهِ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللهِ
উচ্চারণ : ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহ।
অর্থ : আল্লাহর নামে (বের হচ্ছি), তাঁর উপরে ভরসা করছি। আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা বা শক্তি নেই।’ (আবু দাউদ, তিরমিজি, মিশকাত)

>> গাড়িতে বা বিমানে উঠতে দোয়া পড়া-
গাড়ি বা বিমানের সিঁড়িতে পা দিয়ে بِسْمِ الله ‘বিসমিল্লাহউপরে উঠার সময় اَللهُ اَكْبَر ‘আল্লাহু আকবারএবং সিটে বসে اَلْحَمْدُ للهِ ‘আলহামদুল্লিাহবলা। গাড়ি বা বিমান চলতে শুরু করলে বারاَللهُ اَكْبَر আল্লাহু আকবার বলে দোয়া পড়া-
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُون اللَّهُمَّ إِنِّا ْنَسألُكَ فِي سَفَرِنَا هَذَا البِرَّ وَ التَّقْوَى ، وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى ِ اَللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفرِنَا هَذَا وَاطْوِلَنَا بَعْدَه ، اَللَّهُمَّ أنْتَ الصَّاحِبُ فِيْ السَّفَرِ وَ الْخَلِيْفَةُ فِيْ الْأَهْلِ وَ الْمَالِ ، اَللَّهُمَّ اِنِّى أَعُوْذُبِكَ مِنْ وَعْثَاء السَّفَرِ وَ كَابَةِ الْمَنْظَرِ وَ سُوْىِ الْمُنْقَلَبِ فِى الْمَالِ وَ الأَهْلِ
উচ্চারণ : সুবহানাল্লাজি সাখখারা লানা হাজা ওয়া মা কুন্না লাহু মুক্বরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুংক্বালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাজাল বির্রু ওয়াত ত্বাকওয়া, ওয়া মিনাল আমালি মা তারদা, আল্লাহুম্মা হাওয়্যেন আলাইনিা সাফারিনা হাজা ওয়াত্বওয়ে লানা বাদাহু, আল্লাহুম্মা আনতা ছাহিবু ফিস সাফারি ওয়াল খালিফাতু ফিল আহলি ওয়াল মালি, আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন ছায়িস সাফারি ওয়া কাবাতাল মানজারি ওয়া সুয়িল মুনকালাবি ফিল মালি ওয়াল আহলি।’ (মুসলিম)
>>
গন্তব্যস্থলে পৌছে বাস বা বিমান থেকে নামতে পড়বেন-
أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
উচ্চারণ : ‘আউজু বি-কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা।
অর্থ : ‘আল্লাহর সৃষ্টবস্তুসমূহের অনিষ্টকারিতা থেকে আমি তাঁর পূর্ণ বাক্যসমূহের মাধ্যমে আশ্রয় চাই।

>> বাড়ি ফিরতে পড়বেন
সফর শেষে মক্কা-মদিনা কিংবা নির্ধারিত গন্তব্য থেকে ফেরার পথে ৩বার اَللهُ اَكْبِر আল্লাহু আকবার বলে দোয়া পড়া-
لَا إلهَ إلاَّ اللَّه وحْدهُ لاَ شَرِيكَ لهُ، لَهُ المُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُو عَلَى كُلِّ شَيءٍ قَدِيرٌ – أَيِبُوْنَ تَائِبُوْنَ عَابِدُوْنَ سَاجِدُوْنَ لِرَبِّنَا حَامِدُوْنَ – صَدَقَ اللهُ وَعْدَهُ وَ نَصَرَ عَبْدَهُ وَ هَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ-
উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদির। আয়িবুনা তায়িবুনা আবিদুনা সাজিদুনা লি-রাব্বিনা হামিদুন। সাদাকাল্লাহু ওয়াদাহু ওয়া নাসারা আব্দাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু।’ (বুখারি মুসলিম)

>> নিজ ঘরে প্রবেশ
সফর থেকে ফিরে ঘরে প্রবেশ করতে بِسْمِ الله ‘বিসমিল্লাহবলবেন এবং ঘরের লোকজনদের উদ্দেশ্যে সালাম দেবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হজ-ওমরাহসব সব সফরে উল্লেখিত দোয়া তাসবিহগুলো যথাযথ আদায় করে হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.