রোজায় খারাপ কাজ থেকে বেঁচে থাকার দোয়া

মাসব্যাপী সিয়াম সাধনায় আত্মশুদ্ধির মাস রমজান। আল্লাহ তাআলা মাসের প্রার্থনাকারীর সব আবেদন-নিবেদন, কাকুতি-মিনতি কবুল করেন। রমজানের আজকের দিনে গোনাহ অন্যায় থেকে বিচক্ষণতার সঙ্গে বিরত থাকার এবং নেক আমল করার প্রার্থনা এভাবে করবে রোজাদার-

اَللّهُمَّ ارْزُقْنِيْ فِيْهِ الذِّهْنَ وَالتَّنْبِيْهِ ، وَبَاعِدْنِيْ فِيْهِ مِنَ السَّفَاهَةِ وَالتَّمْوُيِهِ ، وَاجْعَلْ لِيْ نَصِيْباً مِنْ كُلِّ خَيْرٍ تُنْزِلُ فِيْهِ ، بِجُوْدِكَ يَا أَجْوَدَ الأجْوَدِينَ
উচ্চারণ : ‘আল্লাহুম্মার যুক্বনি ফিহিজ জাহনা ওয়াত তানবিহি; ওয়া বায়িদনি ফিহি মিনাস সাফাহাতি ওয়াত তামউয়িহি; ওয়াঝআললি নাসিবাম মিং কুল্লি খাইরিন তুংযিলু ফিহি; বিঝুদিকা ইয়া আঝওয়াদাল আঝওয়াদিন।

অর্থ : ‘হে আল্লাহ ! আজকের দিনে আমাকে সচেতনতা বিচক্ষণতা দান করুন। অজ্ঞতা, নির্বুদ্ধিতা ভ্রান্ত কাজ-কর্ম থেকেও আমাকে দূরে রাখুন। আজকের দিনে আপনি যত ধরনের কল্যাণ দান করবেন; আপনার দয়ার ওসিলায় তার প্রতিটি দ্বারা আমাকে উপকার দান করুন। হে দানশীলদের মধ্যে সর্বোত্তম দানশীল।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আজকের দিনে গোনাহের কাজ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। রমজানের রহমত বরকত কল্যাণ পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.