বদলি হজকারী কি ওমরা করতে পারবেন?

হজ আর্থিক শারীরিক ইবাদত। ইবাদত যার ওপর ফরজ সে যদি তা মৃত্যু কিংবা শারীরিক অক্ষমতা অথবা নারীরা যদি মাহরাম না পায় তবে সে অন্যের মাধ্যমে হজ আদায়ের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। আর পদ্ধতিতে হজ সম্পাদনকে বদলি হজ বলা হয়ে থাকে।

যারা অন্যের হজ আদায় করেন, তারা সাধারণত হজে ইফরাদ তথা শুধু হজ আদায় করেন। এখন যারা বদলি হজ আদায় করতে পবিত্র নগরী মক্কায় যান কিংবা ইতিমধ্যে যারা বদলি হজ আদায়ে মক্কা বা মদিনায় পৌছেছেন; তারা কি হজে তামাত্তু বা কিরান কিংবা ওমরা পালন করতে পারবেন? প্রসঙ্গে ইসলামের বিধানই বা কি?

কারণ যারা বদলি হজ করেন, তাদের নিয়োগকর্তাই তাদের হজের যাবতীয় খরচ বহন করে থাকেন। আর বদলি হজকারীও হজের সব কাজ স্বাভাবিকভাবে সম্পন্ন করবেন।

হ্যাঁ, যারা বদলি হজ আদায় করবেন, তারা তামাত্তু বা কিরান হজ আদায় তথা ওমরাও করতে পারবেন; সেক্ষেত্রে করণীয় হলো- যিনি বদলি হজকারীর খরচ বহন করবেন, তাঁর অনুমতি লাগবে। যদি তিনি অনুমতি প্রদান করেন তবে বদলি হজকারী তামাত্তু কিরান হজও আদায় করতে পারবেন। ওমরা পালন করতে পারবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব বদলি হজকারীদেরকে সঠিকভাবে হজ আদায় করার তাওফিক দান করুন। অনুমতি সাপেক্ষে তামাত্তু, কিরান কিংবা হজ পরবর্তীতে ওমরা করার তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.