কাঙ্ক্ষিত ভালো জিনিস পাওয়ার কোরআনি আমল

প্রত্যেক মানুষই উত্তম জিনিস কিনতে চায় বা পেতে চায়। জন্য মানুষ জিনিসপত্র কেনার সময় খুব খেয়াল করে সতর্কতার সঙ্গে জিনিসপত্র ক্রয় করে থাকে। জিনিসপত্র ক্রয় করার সময়ের জন্য রয়েছে একটি কুরআনি আমল। যা দুরারুত তানজিম কিতাবে উল্লেখ করা হয়েছে।

যে ব্যক্তি কোনো পোষাক-পরিচ্ছদ, জীব-জন্তু, ফল-ফলাদি অথবা অন্য যে কোনো মালামাল ক্রয় করতে চায়, আর তা উত্তম পাওয়ার আকাঙ্ক্ষা রাখে, সে যেন মালামাল বাছাই করার সময় কোরআনে আয়াত তিলাওয়াত করতে থাকে। তবে আয়াত তিলাওয়াত করার বরকতে ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত উত্তম বস্তুটিই সে পাবে। কুরআনের আমলটি হচ্ছে-

 قَالُوا ادۡعُ لَنَا رَبَّکَ یُبَیِّنۡ لَّنَا مَا هِیَ ؕ قَالَ اِنَّهٗ یَقُوۡلُ اِنَّهَا بَقَرَۃٌ لَّا فَارِضٌ وَّ لَا بِکۡرٌ ؕ عَوَانٌۢ بَیۡنَ ذٰلِکَ ؕ فَافۡعَلُوۡا مَا تُؤۡمَرُوۡنَ  قَالُوا ادۡعُ لَنَا رَبَّکَ یُبَیِّنۡ لَّنَا مَا لَوۡنُهَا ؕ قَالَ اِنَّهٗ یَقُوۡلُ اِنَّهَا بَقَرَۃٌ صَفۡرَآءُ ۙ فَاقِعٌ لَّوۡنُهَا تَسُرُّ النّٰظِرِیۡنَ قَالُوا ادۡعُ لَنَا رَبَّکَ یُبَیِّنۡ لَّنَا مَا هِیَ ۙ اِنَّ الۡبَقَرَ تَشٰبَهَ عَلَیۡنَا ؕ وَ اِنَّاۤ اِنۡ شَآءَ اللّٰهُ لَمُهۡتَدُوۡنَ

তারা বলল, ‘তুমি আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া করতিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন গাভীটি কেমন হবে সে বলল, ‘নিশ্চয় তিনি বলছেননিশ্চয় তা হবে গরুবুড়ো নয় এবং বাচ্চাও নয়। এর মাঝামাঝি ধরনের। সুতরাং তোমরা তা কর যা তোমাদের নির্দেশ দেয়া হচ্ছে তারা বলল, ‘তুমি আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া করতিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেনকেমন তার রঙ’? সে বলল, ‘নিশ্চয় তিনি বলছেননিশ্চয় তা হবে হলুদ রঙের গাভীতার রঙ উজ্বলদর্শকদেরকে যা আনন্দ দেবে তারা বলল, ‘তুমি আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া করতিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেনতা কেমননিশ্চয় গরুটি আমাদের জন্য সন্দেহপূর্ণ হয়ে গিয়েছে। আর নিশ্চয়ই আমরা আল্লাহ চাহে তো পথপ্রাপ্ত হব (সুরা বাকারা : আয়াত ৬৮-৭০)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআনে আমলটি করে জিনিসপত্র কেনার সময় উত্তম জিনিস ক্রয় করার তাওফিক দান করুন। আমিন।

No comments

Powered by Blogger.