কোনো মুসলিম অপর মুসলিমকে প্রশংসা করলে যা বলবে

কোনো মুসলিম অপর মুসলিমকে প্রশংসা করলে যা বলবে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যখন তোমাদের মধ্যে কেউ কারো প্রশংসা করতেই হয়, তখন যেন সে বলে,

« أَحْسِبُ فُلاَناً وَاللَّهُ حَسِيبُهُ، وَلاَ أُزَكِّي عَلَى اللَّهِ أَحَداً، أَحْسِبُهُ – إِنْ كَانَ يَعْلَمُ ذَاكَ – كَذَا وَكَذَا».

অমুক প্রসঙ্গে আমি ধারণা রাখি, আর আল্লাহই তার ব্যাপারে সঠিক হিসাবকারী, আল্লাহ্ উপর (তাঁর জ্ঞানের উপরে উঠে) কারও প্রশংসা করছি না। আমি মনে করি, সে ধরনের, ধরনের -যদি তার সম্পর্কে তা জানা থাকে-[1]

[1] মুসলিম, /২২৯৬, নং ৩০০০।

 


No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.