কীভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবীহ পাঠ করতেন

আব্দুল্লাহ ইবনআমর রাদিয়াল্লাহুআনহুমা বলেন, “আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আঙুল ভাঁজ করে তাসবীহ গুনতে অপর বর্ণনায় অতিরিক্ত এসেছে, “তাঁর ডান হাতে।”[1]

[1] আবূ দাউদ /৮১, নং ১৫০২; তিরমিযী /৫২১, নং ৩৪৮৬। আরও দেখুন, সহীহুল জামে /২৭১, নং ৪৮৬৫, আর শাইখ আলবানী সহীহ সুনান আবি দাউদে (/৪১১) এটাকে সহীহ বলেছেন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.