জান্নাতীদের ১৪ টি আলামাত শাইখ আহমাদুল্লাহ

জান্নাতীদের ১৪ টি আলামাত=

১. বিনয়ী, নিরীহ ও দূর্বল স্বভাবের হওয়া:  অর্থাৎ অহংকারী  না হওয়া /গর্ব  না করা/দূর্বলের উপর গায়ের জোর না খাটানো/দূর্বলের উপর চাপ প্রয়োগ না করা ইত্যাদি।

২. আল্লাহর ভয়ে কোন পাপ কাজ থেকে বিরত থাকা।

৩. রাত জেগে আল্লাহর ইবাদাত করা।

৪. আল্লাহর রাস্তায় দান করা/ দানের ব্যাপারে কৃপণতা করবে না।

৫. ইস্তেগফার করা/আল্লাহকে স্মরণ করা

৬. ধৈর্য্য ধারণ করা

৭. সত্য বলা, সদা সর্বদা সত্যের উপর অবিচল থাকা

৮. আল্লাহর আনুগত্য করা

৯. রাগকে দমন করা

১০. মানুষকে মাপ করা

১১. নামাজে মনোযোগ দেয়া

১২. অনর্থক কাজ থেকে বিরত থাকা: যেমন খেলা না দেখা, ইত‍্যাদি।

১৩. চরিত্র ঠিক রাখা /যৌন আকাঙ্খা অবৈধ পন্থায় চরিতার্খ না করা: ব্যভিচারে লিপ্ত না হওয়া/

১৪. আমানত রক্ষা করা/ ওয়াদা পালন করা


No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.