পবিত্র কোরআনের বাণী

পবিত্র কোরআনের বাণী
·  বিশ্ব-জগতের প্রতিপালকের বিধানসমূহের বিশদ ব্যাখ্যা৷ কোরআন-10:37
·  আল্লাহ্ অত্যাচারীদের পছন্দ করেন না -3(140)
·  অত্যাচারীদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি -94 (22)
·  আল্লাহর সঙ্গে শরিক করা হল সবচেয়ে বড় অত্যাচার --21 পারা
·  নিশ্চয়ই যারা পিতৃহীনদের সম্পদ গ্রাস করে তারা তাদের উদরে অগ্নি ভক্ষণ করে, তারা জ্বলন্ত আগুনে জ্বলবে --4:10
·  যারা অজ্ঞতাবশতঃ মন্দ কাজ করে, তারা পরে অনুতাপ (অর্থাৎ তওবা) করলে নিজেদের সংশোধন করলে- তাদের জন্য তোমাদের প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু --16(119) 6-(54)
·  ভোজন কর এবং পান কর, কিন্তু অপচয় করিও না৷ নিশ্চয়ই আল্লাহ্ অপচয়কারীকে ভালবাসেন না - পারা8, সুরা 'রাফ, রুকু 3
·  দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে সম্মুখে লোকের নিন্দা করে -104:1
·  মন্দ কথার প্রচারণা আল্লাহ ভালবাসেন না৷ -4:148
·  তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না৷ --49:12
·  আর যদি কোন অপরাধ করে নিরপরাধ লোকের উপর দোষ চাপায়, সে আপন স্কন্ধে কুকর্মের পাপের বোঝা চাপায় -সুরা নিসা, 16:122
·  অবৈধ যৌন-সংযোগের নিকটবর্তী হয়ো না, অশ্লীল নিকৃষ্ট আচরণ৷ -17:32
·  বিশ্বাসীদের বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে তাদের যৌন অঙ্গকে সাবধানে সংয্ত রাখে, এটিই তাদের জন্য উত্তম৷ -24:30
·  বিশ্বাসী নারীদের বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে তাদের লজ্জাস্থান রক্ষা করে৷ -24:31
·  নিশ্চয়ই আল্লাহ গর্বিত অভিমানীকে ভালবাসেন না --54/6/36
·  তাহারা কি তাহাদের উপরের দিকে আসমান দেখে না যে, আমি উহাকে কিরূপ নির্মাণ করিয়াছি এবং উহাকে সজ্জিত করিয়াছি এবং উহাতে কোন ছিদ্র পর্যন্ত নাই -সুরা কাফ, 28 পারা, 6 আয়াত



·  হে বিশ্বাসীগণ নিজের আত্মাকে পাহারা দাও যদি তুমি ন্যায়ের অনুসরণ কর, বিপথগামীরা তোমার কোন ক্ষতিই করতে পারিবে না -আল কোরআন
·  তোমাদের হস্তদ্বয়কে ধ্বংসের পথে ফেলিও না অর্থাৎ আত্মহত্মা করিও না৷ -4:29
·  আত্মীয়-স্বজনকে তার প্রাপ্য দেবে৷ -17:26
·  আর সন্তুষ্টচিত্তে আল্লাহ এবং রসুলের আদেশ পালন কর, আশা করা যায় যে তোমরা অনুগৃহীত হইবে৷ - সুরা আল ইমরান-132:1
·  হে ঈমানদারগণ! আল্লাহতায়ালার আনুগত্য কর এবং রসুলের তাবেদারী কর, আর নিজেদের আমলসমূহকে বিনষ্ট করিও না৷ - সুরা মোহল, 26 পারা
·  যারা আমানত প্রতিশ্রুতি রক্ষা করে, যারা সাক্ষ্যদানে অটল এবং নিজেদের নামাজে যত্নবান তারাই জান্নাতে (স্বর্গে) সম্মানিত হবে৷ -70: 32-35
·  নিশ্চয়ই আল্লাহ্ সুবিচারকদের ভালবাসেন -5/42, 65/8
·  নিশ্চয়ই আল্লাহ্ মুত্তাকিনদের ভালবাসেন৷ -3/76, 9/4
·  নিশ্চয়ই আল্লাহ্ বিনয়ী পরিচ্ছ্ন্নদের ভালবাসেন -2/222
·  নিশ্চয়ই আল্লাহ্ সবুরকারীদের সাথে আছেন -2/153, 249, 8, 46,
·  নিশ্চয়ই আল্লাহ্ সৎকর্মীদের সাথে আছেন -29-/69
·  ইহকালের ভোগ সামান্য, এবং যে সংযমী তার জন্য পরলোকই উত্তম -4:77
·  অতএব যারা পরকালের বিনিময়ে পার্থিব জীবন বিক্রয় করে তাদের আল্লাহর পথে সংগ্রাম করা উচিত - 4:74
·  যারা আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে দোষ ত্রুটি অনুসন্ধান করে, তারাই পরকালকে অবিশ্বাস করে -7:45
·  হে মুমিনগণ, যাহা তোমরা কর না, তাহা কেন বল? আল্লাহর নিকট ইহা অত্যন্ত ঘৃণিত যে, তোমরা বল যাহা, তাহা তোমরা কর না -28/61/1/2-3
·  প্রত্যেকে নিজ নিজ কর্মের জন্য দায়ী, একের পাপের বোঝা অন্যে বহন করবে না -6:164
·  তোমরা আল্লাহর মহিমা কীর্তন করবে কৃতজ্ঞতা প্রকাশ করবে৷ -2(185)
·  আল্লাহ অবশ্যই ন্যায়পরায়্ণতা আত্মীয়-স্বজনকে দানের নির্দেশ দেন৷ -16:1
·  তোমরা কৃতজ্ঞ হলে অবশ্যই অধিক দেব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর -14(7)
·  যারা কার্পণ্য করে, তারা তো নিজেদের প্রতি কার্পণ্য করে - -47(38)
·  হে মুমিনগণ; তোমরা সকলেই আল্লাহতা'য়ালার সমীপে তওবা কর৷ নিশ্চয়, তোমরা সফলতা লাভ করবে - পারা 18, সুরা নূর, রুকু 4
·  স্ত্রীলোকদিগকে তাহাদের যৌতুক মুক্তহস্তে দান কর৷ - 4:3
·  ভাল জিনিসের পরিবর্তে খারাপ জিনিস দিও না -4:2
·  আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে - 3: 146
·  তোমরা ধৈর্য নামাজের (প্রার্থনার) মাধ্যমে সাহায্য প্রার্থনা কর৷ - 2: 45
·  তোমরা ধৈর্য ধারণ করবে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই রয়েছেন - 5:46
·  য্খন দুঃখ-দৈন্য তোমাদের স্পর্শ করে তখন তোমরা তাঁকেই বিনীতভাবে আহ্বান কর - 16(53)
·  আর নিঃসন্দেহে, আমি আসমানে বড় বড় নক্ষত্র সৃজন করিয়াছি এবং দর্শকদের জন্য উহাকে সজ্জিত করিয়াছি - সুরা হেজর, 14 পারা, 16 আয়াত
·  আল্লাহ বিশ্বাসঘাতকদিগকে নিশ্চয়ই ভালবাসেন না - 8:60
·  অনাবশ্যক কথার প্রশয় দিও না, কিন্তু যখন আবশ্যক হইবে তখন উচিত বলিবে৷ - 33:70
·  অপরকে ঘৃণার চোখে উপহাস করিও না, যেহেতু তাহারা তোমাদের অপেক্ষা ভাল হইতে পারে৷ অপরের ত্রুটি অনুসন্ধান করিও না, এবং একজনের অসাক্ষাতে নিন্দা করিও না৷ আল্লাহকে ভয় কর, যেহেতু আল্লাহ দয়ালু ক্ষমাকারী - 49/11/12
·  মানুষ যখন পথ চিনিবার জন্য চেষ্টা পরিশ্রম করে তখন আমি তাহাদিগকে আমার পথ চিনাইয়া থাকি৷ - পারা 21, সুরা আনকাবুত-7
·  যাহাকে আল্লাহতায়ালা পথভ্রষ্ট করেন তাহাকে কেহই সুপথে আনিতে সক্ষম হয় না; আর আল্লাহতায়ালা উহাদিগকে উহাদের পথভ্রষ্টতায় বিভ্রান্ত অবস্থায় ছাড়িয়া দেন৷ - সুরা আল 'রাফ, 9 পারা, 186 আয়াত
·  আমি কাউকে তার সাধ্যাতীত ভার অর্পণ করি না৷ -7 (42)
·  নিজের প্রশংসা করিও না -27/53/2
·  নিশ্চয় আল্লাহতায়ালা কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না- যে পর্যন্ত তাহারা নিজেই নিজেদের অবস্থার পরিবর্তন না করে৷ - সুরা রা'আদ, 2 রুকু
·  আল্লাহ পরোপকারীদের পছ্ন্দ করেন৷ - 3 (148)
·  আর সত্যকে অসত্যের সহিত মিশ্রিত করিও না এবং সত্যকে গোপন করিও না যখন তোমরা অবগত আছ - সুরা বাকারা, 42 আয়াত
·  মাতা-পিতা, আত্মীয়-স্বজন, পিতৃহীন দরিদ্রদের প্রতি সদ্ব্যবহার করবে। -2 (83)
·  তোমরা পরকালের পাথেয় সংগ্রহ কর এবং আত্মসংযমই শ্রেষ্ঠ পাথেয়। -2 (197)
·  তোমরা সৎকর্মে আদেশ দেবে এবং অসৎকর্মে নিষেধ করবে আর আল্লাহর উপর ঈমান রাখবে৷ তোমরা সৎকর্মে প্রতিযোগিতা কর। 2 (148)
·  স্ত্রী হউক কিংবা পুরুষ হোক তোমাদের মধ্যে যে কেহ সৎ কাজ করে আমি তাহা বিনষ্ট করি না - সুরা আল ইমরান, 20 রুকু
·  যাহারা সৎপথে চলিতে থাকে আল্লাহতায়ালা তাহাদের জন্য সৎপথ আরও মুক্ত করিয়া দেন - 26 পারা, সুরা মুহাম্মদ, রুকু 2
·  সত্যপরায়্ণ পুরুষ সত্যপরায়্ণ স্ত্রী বহুধা পুরস্কৃত হইবে। -33:35
·  আমার স্মরণার্থে নামাজ আদায় কর। -সুরা তাহা, 24 আয়াত
·  আল্লাহতায়াল এমন লোকদের সাথে থাকেন-যাহারা ধর্মপরায়্ণ হয় এবং যাহারা সৎকর্মী হয়। -সুরা নহল, 14 পারা, 128 আয়াত
·  প্রকৃত সাহসী তাহারা, যাহারা সাহস না হারাইয়া দৃঢ়তা অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে, বিপদ দুঃখের মধ্যে যুদ্ধ ক্ষেত্রে। -2/177
·  স্ত্রীর অবাধ্যতা দেখলে তাকে সদুপদেশ দাও, তার শয্যা বর্জন কর এবং তাকে প্রহার কর -4 (34)
·  পুরুষ নারীর কর্তা, কারণ আল্লাহ তাদের এককে অন্যের উপর শেষ্ঠত্ব দান করেছেন। -4 (34)
·  হে ঈমানদারগণ; আল্লাহকে ভয় কর এবং যাহা কিছু সুদের বকেয়া রহিয়াছে তাহা পরিত্যাগ কর যদি তোমরা ঈমানদার হও। -সুরা বাকারা, 3য় পারা, 278 আয়াত

No comments

Powered by Blogger.