ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় "সাহাবায়ে রাসুল (সাঃ)"

ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় "সাহাবায়ে রাসুল (সাঃ)"
প্রশ্নঃসাহাবাকাদেরকে বলা হয়?
উত্তরঃ যারা মুমিন অবস্থায় অন্ততঃপক্ষে একবার হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে দেখেছেন, ইসলামী পরিভাষায় তাদেরকে সাহাবা বলা হয়
প্রশ্নঃ কোন সাহাবাদেরকেবদরী সাহাবীহিসেবে চিহ্নিত করা হয়?
উত্তরঃ ইসলামের প্রথম জিহাদ বদরে অংশগ্রহণকারী সাহাবাদের কেবদরী সাহাবীহিসেবে চিিহ্নত করা হয়
প্রশ্নঃ কোন দশজন সাহাবাকে আশারায়ে মুবাশ্শারা বলা হয়?
উত্তরঃ যে দশজন সাহাবা পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তাদেরকে আশারায়ে মুবাশ্শারা বলা হয়
প্রশ্নঃ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রওজা মুবারকের দুই পার্শ্বে কোন দুজন সাহাবার সমাধি অবস্থিত?
উত্তরঃ হযরত আবু বকর (রাদি.) হযরত উমর (রাদি.)
প্রশ্নঃ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইন্তেকালের পর প্রথম খলীফা নির্বাচিত হন কে?
উত্তরঃ হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)
প্রশ্নঃ ইসলামী জগতের দ্বিতীয় খলীফা কে?
উত্তরঃ হযরত উমর (রাদি.)
প্রশ্নঃ হযরত আলী (রাদি.) বিরত্বের জন্য কি উপাধি পেয়েছিলেন?
উত্তরঃ আসাদুল্লাহ অর্থাৎ- আল্লাহর বাঘ
প্রশ্নঃ সাইফুল্লাহ (আল্লাহর তরবারী) উপাধি পেয়েছিলেন কে?
উত্তরঃ হযরত খালিদ ইবনে ওয়ালিদ (রাদি.)
প্রশ্নঃ কোন দানশীল প্রতিদিন একটি করে গোলাম আযাদ করে দিতেন?
উত্তরঃ হযরত উসমান গনী (রাদি.)
প্রশ্নঃ কোন সাহাবীর শাহাদাতের পর ফেরেস্তারা তাঁর গোসল দিয়েছিলেন?
উত্তরঃ হযরত হানযালা ইবনে আমের (রাদি.)
প্রশ্নঃ মদিনায় ভুমিকম্প শুরু হলে কোন পুণ্যত্মার লাঠির আঘাতে তা বন্ধ হয়ে যায়?
উত্তরঃ হযরত উমর (রাদি.) এর লাঠির আঘাতে
প্রশ্নঃ কে সর্বপ্রথম বাইতুলমাল প্রবর্তন করেন?
উত্তরঃ হযরত আবু বকর (রাঃ)
প্রশ্নঃ হিজরী সন গণনাকারী কে?
উত্তরঃ হযরত উমর (রাদি.)
প্রশ্নঃ ইসলামের প্রথম মুয়াজ্জিন কে?
উত্তরঃ হযরত বেলাল (রাদি.)
খোলাফায়ে রাশেদীন
প্রশ্নঃ খোলাফায়ে রাশেদীন কারা?
উত্তরঃ খোলাফায়ে রাশেদীন জন যথা - () হযরত আবুবকর (রাদি.) () হযরত উমর (রাদি.) () হযরত উসমান (রাদি.) () হযরত আলী (রাদি.)
প্রশ্নঃ খোলাফায়ে রাশেদীন এর রাজত্বকাল বা খেলাফত কত বছর স্থায়ী ছিল?
উত্তরঃ ৩০ বছর

No comments

Powered by Blogger.