ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় "হযরত ঈসা (আঃ)"

ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় "হযরত ঈসা (আঃ)"
প্রশ্নঃ হযরত ঈসা (আঃ) কোন নবীর পূর্বে পৃথিবীতে এসেছিলেন?
উত্তরঃ শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পূর্বে
প্রশ্নঃ কোন নবীর পিতা ছিল না?
উত্তরঃ হযরত ঈসা (আঃ) এর
প্রশ্নঃ তিনি কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন?
উত্তরঃ ৩০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন
প্রশ্নঃ হযরত ঈসা (আঃ) এর উপাধি কি ছিল?
উত্তরঃ রূহুল্লাহ
প্রশ্নঃ খৃষ্টানরা হযরত ঈসা (আঃ) কে কি নামে অভিহিত করে?
উত্তরঃ আল্লাহর পুত্র নামে
প্রশ্নঃ হযরত ঈসা (আঃ) এখন কোথায় অবস্থান করছেন?
উত্তরঃ আসমানে
প্রশ্নঃ কোন নবী হযরত মুহাম্মাদ (সাঃ)-এর উম্মত হয়ে পুনরায় দুনিয়াতে আসবেন?
উত্তরঃ হযরত ঈসা (আঃ)
প্রশ্নঃ কোন নবী মৃত প্রানীকে আল্লাহর হুকুমে জীবিত করতেন?
উত্তরঃ হযরত ঈসা (আঃ)
প্রশ্নঃ কোন নবী কাদা মাটি নিয়ে পাখি তৈরী করে তাতে ফুঁক দেওয়ার সাথে সাথেই তা আল্লাহর হুকুমে জ্যান্ত পাখী হয়ে উড়ে যেত?
উত্তরঃ হযরত ঈসা (আঃ)

No comments

Powered by Blogger.