হযরত নবী করীম সাঃ এর জেয়ারত লাভ করিবার আমল

হযরত নবী করীম সাঃ এর জেয়ারত লাভ করিবার আমল


হযরত খিজির আলাঃ বলিয়াছেন,যে ব্যাক্তি মাগরিবের নামাযের পরে এশা পর্যন্ত নফল নামাজ পড়বে,প্রত্যেক রাকাতে সূরায়ে ফাতিহার পরে ৩বার সূরায়ে এখলাছ দিয়ে,অতঃপর এশার নামাজের পরে ২রাকাত নফল নামাজ পড়িবে, এবং নামাজ শেষে ৭বার দুরুদ শরিফ  ৭বার কালিমায়ে তামজিদ পড়িয়া ২হস্ত উঠাইয়া এই দোয়া পড়ে মোনাজাত করে কেবলা মুখি হইয়া শুইয়া থাকে তাহলে ইনশাআল্লাহ রাসুল সাঃ জেয়ারত নছীব হইবে[যদি প্রথম রাত্রে জেয়ারত না হয় তাহলে একধারে ৭রাত্রি এই আমল করিবে] তবে মনে রাখিবেন যারা রাসূলের পুরা অনূকরণ করে তাদের জন্য এই সুজগ রহিয়াছেঅন্যথায় নয়দোওয়াটি এই"ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু ইয়া জুলজালালি অল ইকরামি, ইয়া আরহামার রাহীমিন, ইয়া রহমানুদ দুনয়া অল-আখিরাতি -রহিমাহুমা, ইয়া আওয়ালাল আওয়ালীন - ইয়া আখিরাল আখিরিন, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া আল্লাহু ইয়া আল্লাহ" বেরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.