সুরা নং- ০১৮ : আল-কাহফ

সুরা নং- ০১৮ : আল-কাহফ

সূরা কাহাফ মক্কায় অবতীর্ণ হয়েছে কোরআন শরিফের ১৮ নম্বর সূরা এটি আয়াত সংখ্যা ১১০রুকু ১২ এটি ১৫ নম্বর পারার দ্বিতীয় সূরা বিভিন্ন হাদিসে সূরা কাহাফের ফজিলত বর্ণিত হয়েছে বিশেষত জুমার দিন  সূরা তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে নিচে কিছু সহিহ হাদিস উল্লেখ করা হলো-

 হজরত আবু দারদা (রা.) থেকে বর্ণিতনবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনযে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্ত করবে সে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত থাকবে -সহিহ মুসলিম৮০৯আবু দাউদ৪৩২৩

 হজরত আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিতনবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনযে ব্যক্তি সূরা কাহাফ পড়বে যেমনভাবে নাজিল করা হয়েছেতাহলে সেটা তার জন্য নূর হবে তার স্থান থেকে মক্কা পর্যন্ত এবং যে সূরার শেষ দশ আয়াত পড়বে সে দাজ্জালের গণ্ডির বাইরে থাকবে এবং দাজ্জাল তার ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না -সুনানে নাসাঈ১৭২২

 হজরত আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিতযে ব্যক্তি সূরা কাহাফ যেমনভাবে নাজিল হয়েছে সেভাবে পড়বেতার জন্য কেয়ামতের দিন সেটা নূর হবে -শোয়াবুল ঈমান২২২১


















No comments

Powered by Blogger.