102. সূরা তাকাসূর বাংলা উচ্চারণ ও অর্থসহ ┇102. Surah At-Takathur┇سورة التكاثر
102. সূরা আত তাকাসুর At-Takathur
102. সূরা তাকাসূর বাংলা উচ্চারণ ও অর্থসহ ┇102. Surah At-Takathur┇سورة التكاثر Recited By Abdullah Al-Khalaf
কোরআন তেলাওয়াত - আপনার আত্মার মেডিসিন । কোরআন আপনার মনে প্রশান্তি এনে দিবে। প্রতিদিন রাতে এই ভিডিও টি মন দিয়ে শুনুন এবং খুব সহজে সূরাটি শিখেনিন । আশা করছি ৩ থেকে ৪ দিনের মধ্যে সুরাটি মুখস্থ হয়ে যাবে।
সূরা তাকাসূর (Surah At-Takathur)পবিত্র কুরানের১০২ তম সূরা। সূরাটির আয়াত সংখ্যা ৮ টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। তাই সূরাটি মাক্কী সূরারঅন্তর্ভুক্ত। উক্ত সূরাটিতে মানবজাতি দুনিয়াতে যে প্রাচুর্য ও লালসায় ডুবে আছে সে বিষয়ে বলা হয়েছে। বস্তুত আমারা দুনিয়াকে আখিরাতের চেয়ে বেশি গুরুত দিয়ে থাকি। এবং দুনিয়ায় যা আল্লাহ্ আমাদের দান করেছেন তার জন্য আমরা আল্লাহ্র
(1
أَلْهَاكُمُ التَّكَاثُرُ
উচ্চারণঃ আলহা-কুমুত্তাকা-ছু র।
অর্থঃ প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,
(2
حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ
অর্থঃ এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।
উচ্চারণঃ হাত্তা-ঝুরতুমুল মাকা-বির।
(3
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
উচ্চারণঃ কাল্লা-ছাওফা তা‘লামূন।
অর্থঃ এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
(4
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
উচ্চারণঃ ছু ম্মা কাল্লা-ছাওফা তা‘লামূন।
অর্থঃ অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
(5
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ
উচ্চারণঃ কাল্লা-লাও তা‘লামূনা ‘ইলমাল ইয়াকীন।
অর্থঃ কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।
(6
لَتَرَوُنَّ الْجَحِيمَ
উচ্চারণঃ লাতারাউন্নাল জাহীমা ।
অর্থঃ তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,
(7
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ
উচ্চারণঃ ছু ম্মা লাতারাউন্নাহা-‘আইনাল ইয়াকীন।
অর্থঃ অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,
(8
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ
উচ্চারণঃ ছু ম্মা লাতুছআলুন্না ইয়াওমাইযিন ‘আনিন্না‘ঈম।
অর্থঃ এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।https://sothikpath.blogspot.com/
নামকরণ :
প্রথম শব্দ আততাকাসুরকে ( আরবী ———-) এই সূরার নাম হিসেবে গণ্য করা হয়েছে।
বিষয়বস্তু ও মূল বক্তব্য
এই সূরায় মানুষকে দুনিয়ার প্রতি ভালোবাস ও বৈষয়িক স্বার্থ পূজার অশুভ পরিণাম সম্পর্কে সতর্ক করে দেয়া হয়েছে। এই ভালোবাসা ও স্বার্থ পূজার কারণে মানুষ মৃত্যুর পূর্ব পর্যন্ত বেশী বেশী ধন – সম্পদ আহরণ , পার্থিব লাভ , স্বার্থ উদ্ধার , ভোগ প্রতিপত্তি , ক্ষমতা ও কর্তৃত্ব লাভ এবং তার মধ্যে প্রতিযোগিতামূলকভাবে একজন আর একজনকে টপকে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যায়। আর এসব অর্জন করার ব্যাপারে অহংকারে মতো থাকে। এই একটি মাত্র চিন্তা তাদেরকে এমনভাবে মশগুল করে রেখেছে যার ফলে এর চেয়ে উন্নততর কোন জিনিসের প্রতি নজন দেবার মানসিকতাই তাদের নেই । এর অশুভ পরিণতি সম্পর্কে সতর্ক করে দেবার পর লোকদেরকে বলা হয়েছে , এই যেসব নিয়ামত তোমরা নিশ্চিন্তে সংগ্রহ করতে ব্যস্ত , এগুলো শুধুমাত্র নিয়ামত নয় বরং এগুলো তোমাদের জন্য পরীক্ষার বস্তুও । এগুলোর মধ্য থেকে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
Allah aponake kobul korun, sokol muslimder kobul korun, Ameen summa ameen
ReplyDeleteখুব ভাল একটি সাইট কিন্তু আম পারার ছাপান অক্ষর থেকে একটু আলাদা হওয়ায় বুঝে পড়তে সমস্যা হয়।
ReplyDelete