110. Surah An-Nasar Bengali translation and pronunciation

সুরা নং১১০: আন-নাসর

সূরা আন-নাসর বাংলা অনুবাদ বাংলায় উচ্চারণ সহ



বাংলায় উচ্চারণ: বিসমিল্লাহির রাহমানির রাহিম

 (১) ইযা জা-আ নাছরুল্লা-হি ওয়াল ফাৎহু (২) ওয়া রাআয়তান্না-সা ইয়াদখুলূনা ফী দী-নিল্লা-হি আফওয়া-জা (৩) ফাসাবিবহ বিহাম্দি রবিবকা ওয়াস্তাগফির্হু, ইন্নাহূ কা-না তাউওয়া-বা 
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)
অনুবাদ : (১) যখন এসে গেছে আল্লাহর সাহায্য ও (মক্কা) বিজয় (২) এবং আপনি মানুষকে দেখছেন দলে দলে আল্লাহর দ্বীনে (ইসলামে) প্রবেশ করছে (৩) তখন আপনি আপনার পালনকর্তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর নিকটে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি অধিক তওবা কবুলকারী।

সূরা আন নছর (আরবি: سورة النصر‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১১০ নম্বর সূরা সূরা সর্বসম্মতিক্রমে মদীনায় অবতীর্ণ এবং এর আয়াত সংখ্যা টি সূরা নছর অপর নাম সূরা "তাওদী" "তাওদী" শব্দের অর্থ বিদায় করা সূরায় রসূলে কারীম (সাঃ)-এর ওফাত নিকটবর্তী হওয়ার ইঙ্গিত আছে বিধায় এর নাম "তাওদী" হয়েছে
হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণত আছে যে, সূরা নছর কোরাআনের সর্বশেষ সূরা। আর্থা, এরপর কোন সম্পূর্ণ সূরা অবতীর্ণ হয়নি। কতক রেওয়াতে কোন কোন আয়াত নাযিল হওয়ার যে কথা আছে, তা এর পরিপন্থী নয়। সূরা ফাতেহাকে এই অর্থেই কোরানের সর্বপ্রথম সূরা বলা হয়। আর্থা, সম্পূর্ণ সূরারূপে সূরা ফাতিহাই সর্বপ্রথম নাযিল হয়েছে। সুতরাং সূরা আলাক,মুদ্দাস্সির ইত্যাদির কোন কোন আয়াত পূর্বে নাযিল হলে তা এর পরিপন্থী নয়[]

শানে নুযূল

হযরত ইবনে ওমর (রাঃ) বলেনঃ সূরা নছর বিদায় হজ্বে অবতীর্ণ হয়েছে। এরপর "আলইয়াওমা আকমালতু লাকুম দিনাকুম"আয়াত অবতীর্ণ হয়। রসূলুল্লাহ্‌ (সাঃ) মাত্র আশি দিন জীবিত ছিলেন। রসূলুল্লাহ্‌ (সাঃ)- এর জ়ীবনের যখন মাত্র পঞ্চাশ দিন বাকী ছিল, তখন কালালার আয়াত অবতীর্ণ হয়। অতপরঃ পঁয়ত্রিশ দিন বাকী থাকার সময় "লাকাদ যাকুম রাসূলুম মিন আনফুছিকুম আযীযুর আলিহি ..." আয়াত অবতীর্ণ হয় এবং একুশ দিন বাকী থাকার সময় "ওয়াত্তাকু ইয়াওমান তুরযাউনা ফিহী ..." আয়াত অবতীর্ণ হয়
কিছু তথ্য উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকেথেকে সংগৃহীত

1 comment:

Powered by Blogger.